
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি)।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন শফিকুল ইসলাম রাহী।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কাজী ক্বারী মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সাংবাদিক খালেদ রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে আছি। নানা জুলুম-নির্যাতনের পরেও আদর্শচ্যুত হই নি। এখনও চলছি জিয়ার আদর্শ ধারণ করে। নিজেকে উজাড় করে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে আগলে রেখে সুখে-দু:খে পাশাপাশি ছিলাম।
তিনি বলেন, রাজনীতিকে মানবসেবা হিসেবে নিয়েছি। আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি অতীতের ন্যায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বাকি জীবন শেষ করতে চাই।




