
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে একটি আস্তানায় যৌথ অভিযান চালিয়ে ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
সোমবার (২১ জুলাই) গভীর রাতে বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনে মাছ বাজারের তৃতীয়তলায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন– বোরহান উদ্দিন, মো. মারুফ, আল আমিন, মিজানুর রহমান, রোকন উদ্দিন, শান্ত মজুমদার, মো. অন্তর, রিবো পাল, মো. রাহাত ও মো. ফরহাদ।
র্যাব ও পুলিশ বলছে, ওই আস্তানাটিকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করত সন্ত্রাসীরা। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র এবং বেশ কিছু গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এসব গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, সোমবার বিকেলে নগরের খতিবেরহাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু ও শহীদুল ইসলাম বুইশ্যার গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। দু’জনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। নগরের বিভিন্ন থানায় টেম্পুর বিরুদ্ধে ৩০টি ও বুইশ্যার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এ ঘটনার পর রাতে ওই আস্তানায় অভিযান চালানো হয়।
র্যাব ও পুলিশ জানিয়েছে, টর্চার সেলটি সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইশ্যা গ্রুপের। চাঁদা দিতে না চাওয়া লোকজনকে এখানে এনে নির্যাতন করা হতো। সেলটির ভেতর থেকে পুলিশের ব্যবহৃত গুলি, গুলির খোসা, ইলেকট্রিক শক মেশিন, হট এয়ারগান, চাপাতি, চায়নিজ ছুরিসহ বিপুল পরিমাণ মাদক এবং দেশি অস্ত্র ও নির্যাতনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।