
মো. মঈনুল আলম ছোটনকে আহ্বায়ক ও গাজী মো. নাছির উদ্দীনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলার শহিদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (সোমবার) শহিদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মণ্ডল-এর সাক্ষরিত একটি পূর্ণাঙ্গ কমিটি করার শর্তে তিন মাসের জন্য ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন তৌহিদুল ইসলাম, মো. ওহিদুল আলম, মো. শাহাব উদ্দীন, ছৈয়দ নুর, মো. মজিবুর রহমান।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- তালহা রহমান মুন্না, মোহাম্মদ সাজ্জাদ, মো. নোমানুল হক, আবদুর রহিম, এস.এম. রিদুয়ান, হাবিবুর রহমান, ফরিদুল ইসলাম, সাইফুর রহমান, মো. আখতারুজ্জামান, মো. ফজলুল করিম, সাদ্দাম হোসেন, মোহাম্মদ সৈয়দ নবী, জামাল হোসেন, মো. ইব্রাহীম চৌধুরী, ওবায়দুল হক রিকু, মোহাম্মদ সোহেল, জয়নাল আবেদীন, মো. সাহেদ হাবিলদার, মো. মঈনুদ্দীন, সরফ উদ্দীন, রবিউল হাসান সৌরভ, আবদুল জলিল, সাদ্দাম হোসেন, শহিদুর রহমান, মোজাম্মেল হক, ওয়াজ উদ্দীন, মোহাম্মদ সেলিম, মো. আকবর, মাকসুদুল হক রিপন, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ সুমন চৌধুরী, মফিজুর রহমান, মনিরুল ইসলাম, সুমন বড়ুয়া প্রমুখ।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।