
চট্টগ্রাম নগরীতে ভবনের ছাদে খেলা করার সময় নিচে পড়ে রঞ্জন সরকার (৭) নামে এক শিশু মারা গেছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে নগরের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় আজিজ বিল্ডিং নামে পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জন সরকার পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাবলু সরকারের ছেলে। শিশুটির পরিবার ওই ভবনটিতে ভাড়া থাকত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলা করার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়লে সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে পড়েছিল শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সীমানা প্রাচীরের রড কেটে শিশুটিকে উদ্ধারের আগেই সে মারা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহদাৎ বলেন, শিশুটিকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।