চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: গ্রেফতার ২

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দমাতে প্রকাশ্যে অস্ত্র হাতে অবস্থান নেওয়া ঋভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের সশস্ত্র ক্যাডার বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারী) চান্দগাঁও থানার ব্যাপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গত ১৮ জুলাই নগরীর বহদ্দারহাট মোড়ে গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়েছে। এর মধ্যে গত ১৯ আগস্ট চান্দগাঁও থানায় করা হত্যা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। ওই হত্যা মামলার দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে। ঘটনার সময় পাওয়া একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে তাদের দুজনকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা গেছে।

0Shares