চট্টগ্রামে ছাত্রশিবির সভাপতির বাবাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলামের পিতা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জোট পুকুরিয়া লালীর বাপের পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ছয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বড়হাতিয়া গ্রামের লালীর বাপের পাড়া এলাকায় একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। লাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। ত‌্যার কারন উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। হত‌্যার কারন উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

0Shares