চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে প্রবাসীর শিশুকন্যার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত আইদা বিনতে হোসেন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় (উপজেলা পরিষদের পেছনের গ্রাম) ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।

নিহত শিশু আইদা বিনতে হোসেন ওই এলাকার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ হাসানের মেয়ে। সে বাড়ির পাশে একটি মাদরাসায় অধ্যায়নরত। ইতোমধ্যে সে ১৫ পারা পবিত্র কোরান মুখস্থ করেছেন বলে জানিয়েছেন পরিবার সদস্যরা।

চকরিয়া পৌরসভার স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সালাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, বুধবার বিকালে বাড়ির ছাদে একসঙ্গে খেলতে যান শিশু আইদা ও অপর যমজ বোন। ওইসময় অসাবধান বশতঃ ছাদের কোণে রক্ষিত একটি ইটের স্তুপ থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত হয় আইদা।

তিনি বলেন, ঘটনার পরপর পরিবারের সদস্যরা আহত শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশু আইদা হাসপাতালে আনার আগে মারা যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

0Shares