
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ধর্ষণকাণ্ডের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিন প্রকাশ পুতিয়া (২৮)-কে অবশেষে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ষোলহিচ্ছা তারামিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল আমিন পুতিয়া চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ষোলহিচ্ছা তারামিয়া পাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানান, আসামি নুরুল আমিন পুতিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১) ধারায় দায়েরকৃত ধর্ষণ মামলায় কক্সবাজার নারী ও শিশু ট্রাইবুনাল আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত আসামী নুরুল আমিন পুতিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার রাতে সে বাড়িতে অবস্থান করছে- নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সোমবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।