
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।
সভায় দুর্গোৎসব চলাকালীন সময়ে মন্দিরগুলোতে পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন সে বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধির চন্দ্র সাহা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা বজায় রাখা, মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।