ঘাটাইলে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত    

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাঙ্গালী জাতীর ঐতিহ্য ১৪৩২ সাল উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত, দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও শোভাযাত্রাটি ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা অডিটোরিয়ামে জাসাস ঘাটাইল উপজেলা শাখা উদ্যোগে সংগীত পরিবেশন করেন, সাংবাদিক মীর আলেয়া ও স্থানীয় শিল্পীবৃন্দ।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সরোয়ার রিজভী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমুখ।

0Shares