
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ’’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ব হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় সারা বিশ্বের ন্যায় আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) মোঃ রাফিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হান্নান সরকার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।
অনুষ্ঠানে নারীরা বিভিন্ন কাজে দক্ষতার কারনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
0Shares




