
টাঙ্গাইলের ঘাটাইলে ছেলের হাতে খুন হওয়া বাবার লাশ দাফনের ৩৭ দিন পর তোলা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের নিজ কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
মামলার তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশটি কবর থেকে পুনরায় উত্তোলন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ফৌজিয়া হাবিব খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দেলোয়ার হোসেন প্রমুখ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মামলার তদন্তের স্বার্থে লাশ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট জামিল নামের কলেজ পড়ুয়া ছেলের হাতে খুন হন রাশিদুল ইসলাম খান সুমন (৪৫)। নিহত সুমন উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক কলহের জেরে ছেলে জামিল খান তাকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। এ ঘটনায় গত বুধবার রাতেই ঘাটাইল থানায় মামলা করেছেন সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২)।
পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মানতে পারছিলেন না কলেজ পড়ুয়া শিক্ষার্থী জামিল খান। অনেক চেষ্টা করেও বাবা-মাকে মেলাতে পারেননি। এতে অবনতি হয় বাবা-ছেলের সম্পর্কের। পরে বাবাকে হত্যার পরিকল্পনা করেন জিসান। এর তিন দিন আগেই বাড়ির পাশে গর্ত খুঁড়ে রাখেন জিসান। ২০টি ঘুমের ওষুধ খাইয়ে বাবার মৃত্যু নিশ্চিত করতে পারলেও গর্তে পুঁতে রাখতে পারেননি বাবার লাশ। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি। এদিকে দাফনের ৩৭ দিন পর শনিবার মামলা তদন্তের স্বার্থে নিহত সুমনের লাশ কবর থেকে তোলা হয়। এ সময় লাশ দেখার জন্য শত শত উৎসুক জনতা কবরস্থানে ভিড় করেন।