
গত মার্চ মাসে সারা দেশে ৩১৬টি হত্যাকাণ্ড ঘটেছে এবং প্রতিটি হত্যাকাণ্ড ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র। সে অনুযায়ী গড়ে প্রতিদিন ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। আর চলতি মাসেও এই ধারা অব্যাহত রয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, এর মধ্যে বেশি হত্যাকাণ্ড ঘটে পুলিশের ঢাকা রেঞ্জে, ৬৬ জন খুন হয়েছে। চট্টগ্রাম রেঞ্জে ৬৫ জন, খুলনা রেঞ্জে ৩৫ জন ও মহানগরের মধ্যে ঢাকায় ৩৩ জনকে হত্যা কারা হয়। এর আগের দুই মাস ফেব্রুয়ারিতে ২৯৪টি ও জানুয়ারিতে ৩০০টি হত্যা মামলা হয়।
বুধবার (২৩ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন থানায় শতাধিক খুনের ঘটনায় মামলা হয়েছে বলেও জানায় সূত্রটি।
সর্বশেষ আলোচিত ঘটনার মধ্যে রয়েছে রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনায় বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড। সম্প্রতি এ ধরনের তুচ্ছ কারণে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে বেশ কয়েকটি কারণ পাওয়া গেছে।
মূল্যবোধের অবক্ষয়ে সামাজিক সহিংসতা চরম আকার ধারণ করায় এসব হত্যার ঘটনা ঘটছে বলে জানিয়ে সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, এতে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের ঘরও অনিরাপদ হয়ে উঠছে। কিছু ক্ষেত্রে সহিংসতার বলি হচ্ছে শিশুও।
এসব হত্যাকাণ্ড বিশ্লেষণ ও পুূলিশের তদন্ত অনুযায়ী বেশির ভাগ হত্যাকাণ্ডের পেছনে যেসব কারণ পাওয়া গেছে, এর মধ্যে রয়েছে রাজনৈতিক বিরোধ, স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্ব, মাদকদ্রব্য বেচাকেনা, আধিপত্য বিস্তারের জেরে দখল, পারিবারিক বিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধ, বিবাহবহির্ভূত সম্পর্ক, সহিংস আচরণ, সম্পত্তির লোভ, পারিবারিক বিরোধ ও ছিনতাইয়ে বাধা দেওয়া।