
খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সদর সেনা জোন।
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খাগড়াছড়ি সদর সেনা জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্পের আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় ৬ শতাধিক মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সকালে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে: কর্নেল মোঃ রাকিবুল ইসলাম মেডিকেল ক্যাম্পেইন এর উদ্বোধন করে মেডিকেল ক্যাম্পেইনে সেবা গ্রহীতাদের সাথে সৌজন্যে স্বাক্ষাতে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
চিকিৎসা ক্যাম্পেইন পরিদর্শনে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সেবা ক্যাম্পেইন এ চিকিৎসা সেবা পেয়ে বাংলাদেশ সেনা বাহিনীর প্রতি ভুক্তভোগীরা কৃতজ্ঞতা স্বীকার করে।