
খাগড়াছড়িতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় মশাবাহিত রোগ ম্যালেরিয়া ডেঙ্গু রোগের প্রভাব কমানোর জন্য মশার প্রজননস্থল ধ্বংস, এলাকাবাসীরের মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে দিনব্যাপী এসব কার্যক্রম চলে। এতে মাইকিং করে প্রচারণা ও পৌর এলাকার বিভিন্ন স্হানে ড্রেন ও বাড়ি ঘরের আশেপাশের মশার উৎপত্তিস্থল ধ্বংস করা হয় । পৌর এলাকার আরাম বাগ, শান্তি নগর, গন্জপাড়া, মহাজন পাড়া, বাজার এলাকায় ক্লিনিং ক্যাম্পেইন ও সচেতনতামূলক মাইকিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বর্ষা মৌসুমে ম্যালেরিয়া ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়। মশার বংশবিস্তার রোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এর প্রজননস্থল/ উৎপত্তিস্থল ধ্বংস করা। এ লক্ষ্যে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির টিম, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে জমে থাকা পানি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, বদ্ধ নালা ইত্যাদি পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও করণীয় সম্পর্কে মাইকিং এর মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ কার্যক্রম বিষয়ে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক প্রসেনজিত দাস জানান, খাগড়াছড়ি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় আমরা যৌথভাবে এসব গনসচেতনতা মূলক কর্মসূচি শুরু করেছি। যা চলমান থাকবে।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা নাজমুল হোসেন ও পৌর বর্জ্য ব্যবস্থাপনার ইনচার্জ মাসুদ রানা সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন।