
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মহাবিদ্যালয়, টেকনিক্যাল স্কুল ও কলেজ, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নবগঠিত “কুলিয়ারচর শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে বেতিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হকের আহবানে ও সভাপতিত্বে উপজেলার আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. সালাহউদ্দিন লিচু’কে সভাপতি, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অহিদুজ্জামান’কে সাধারণ সম্পাদক আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম কাজল’কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।
0Shares