কুলিয়ারচরে সমাজসেবা কার্যালয়ের সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রোগীকল্যাণ সমিতি ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

সেমিনারে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) আনিছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সোলায়মান।

সেমিনারে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্ষুদ্রঋণ প্রকল্প গ্রামের সভাপতি ও দলনেতাসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীবৃন্দঅংশগ্রহণ করেন।

এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্রঋণ প্রকল্প গ্রামের সভাপতি ও দলনেতাসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীবৃন্দদের মাঝে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

0Shares