
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূকে (২১) পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ৭ অভিযুক্ত ধর্ষকের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ফুলবাড়ী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের মইনুল হক, হাসানুর রহমান (২০), চর বড়লই গ্রামের ইয়াকুব আলী, সোহেল রানা (২১) ও হাজীটারী গ্রামের লাল মিয়া (৪০)।
এছাড়া চর বড়লই গ্রামের আতিয়ার রহমান (৩৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানার আল আমিন (২০) পলাতক রয়েছে।
গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর সঙ্গে মইনুলের পরকীয়ার সম্পর্ক ছিল। মঙ্গলবার গভীর রাতে চর বড়লই গ্রামের একটি বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ। এসময় মইনুল তার সহযোগী ইয়াকুবের সঙ্গে যোগসাজস করে আরও ৫ যুবককে সঙ্গে নিয়ে ৭ জন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে।
এ বিষয়ে বুধবার ভুক্তভোগী গৃহবধূ ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, নির্যাতিত নারী ৭জনকে আসামি করে একটি গণধর্ষনের মামলা দায়ের করে। অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনাটি স্বীকার করেছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।