
জনতার দল এর গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো: আজম খান।
অনুষ্ঠানে তিনি নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং দলকে সংগঠিত ও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
শরীফ খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আজম খানের সহধর্মিণী রাহেলা পারভীন শিশির, আবু জাফর রিপন, রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় জনতার দল কালীগঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
0Shares