কর্ণফুলী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম সদস্য সচিব আদনান হোসেন রাফি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে আদনান হোসেন রাফি এই  দাবি জানিয়ে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে আমরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছি। প্রশাসনকে বারবার আহ্বান জানানোর পরও তারা শুধু আশ্বাস দিচ্ছেন, বাস্তবে তাদের কার্যকর কোনো জোরালো ভূমিকা দেখতে পাচ্ছি না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিবেশ বিধ্বংসী এই বালু উত্তোলন এবং কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া-রাউজান উপজেলায় অবৈধভাবে যেই ১০ চাকার ড্রামট্রাকগুলো চলাচল করছে তা বন্ধে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো। পাশাপাশি উপজেলায় আমরা ব্লকেড কর্মসূচি পালন করবো।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির ছাড়াও অংশ নেন রাউজান-রাঙ্গুনিয়া উপজেলা কমিটির নেতারাসহ ও স্থানীয় বাসিন্দারা। বক্তব্য রাখেন বৈছাআর নগর কমিটির সংগঠক তাওহিদ আলিফ, যুগ্ম সদস্য সচিব ইম্মি সজিব, সাধারণ ছাত্রদের পক্ষে মো. আহাদ ফারহান, মোস্তাকিম, শিফাত, রাহি ও জায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, রাউজান–রাঙ্গুনিয়া সড়কে ওভারলোড ড্রাম ট্রাক চলাচলের কারণে স্থানীয়দেরভোগান্তি চরমে পৌঁছেছে। রাজনৈতিক আধিপত্য বিস্তার, বালু উত্তোলন নিয়ে প্রতিনিয়ত এই দুই উপজেলায় সন্ত্রাসীদের অপতৎপরতায় আতঙ্কে থাকে বাসিন্দারা। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা চান এলাকাবাসী।

মানববন্ধনে সাধারণ ছাত্রদের পক্ষে মো. আহাদ ফারহান বলেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অপকর্ম চললেও রাঙ্গুনিয়া-রাউজানের খুন-খারাবি সবগুলোকে হার মানায়। অবৈধভাবে উত্তোলন করা এই বালুর ব্যবসা ঘিরে সংঘাতের সূত্রপাত হচ্ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে অজস্র প্রাণহানির ঘটনা ঘটছে। যা আমাদের চট্টগ্রাম, তথা দেশকে মারাত্মক বদনামের মুখোমুখি করছে। শুধু তাই নয়, এসব বালু উত্তোলনের ফলে ভবিষতে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূযোগ-দুর্ঘটনার শিকারও হতে হবে। তাই অতি দ্রুত বালু উত্তোলন এবং ড্রামট্রাক বন্ধে প্রশাসনের ভূমিকা রাখা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় এই দায় কেউ এড়াতে পারবে না।

0Shares