কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে লবণচাষি নিহত

কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে শফিউল আলম (২৯) নামের এক লবণচাষি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লবণচাষি ওই এলাকার নজির আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে কালারমারছড়া এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযানে যান। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী জিয়া বাহিনীর সদস্যরা চিকনিপাড়ার প্যারাবনের দিকে পালাচ্ছিলেন। লবণের মাঠ দিয়ে পালানোর সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিউল আলমের বড় ভাই মনিরুল আলম বলেন, তার ভাই শফিউল লবণ মাঠে কাজ করার সময় কোস্ট গার্ড সদস্যরা কয়েকজন সন্ত্রাসীকে ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে জিয়া বাহিনীর সন্ত্রাসীরা পালানোর পথে গুলি ছোড়ে। এতে শফিউল আলম নিহত হন। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

0Shares