
কক্সবাজারের বাঁকখালী নদীতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিজবাহ উদ্দীনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মুহুরীপাড়ার বসুন্ধরা ব্রিজের পাশে নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হাফেজ জিয়া নামের এক ব্যক্তি নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয় জনগণ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় লাশটি নদী থেকে তোলা হয়। এর আগে ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং লাইফগার্ডসহ সরকারি বিভিন্ন সংস্থা দুই দিন ধরে উদ্ধার অভিযান চালালেও মিজবাহকে খুঁজে পায়নি।
পরিবারের সদস্যরা জানান, গত দুই দিন আগে ফুটবল খেলার সময় মিজবাহর ফুটবল নদীতে পড়ে যায়। সেই ফুটবল আনতে গিয়েই সে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের পর সকাল সাড়ে ১১টায় তার নিজ এলাকা দক্ষিণ চাঁদের পাড়ায় জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়।
মিজবাহর বাবা জানান, মাত্র এক বছরের ব্যবধানে তিনি তার দুই সন্তানকে হারালেন। এর আগে তার আরেক ছেলে চাঁদের পুকুরে ডুবে মারা গিয়েছিল।