
সম্প্রতি ফেসবুকের “Chattala24” নামক একটি পেইজ থেকে “সাতকানিয়া জুমা মসজিদ এলাকায় চাঁদাবাজী করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক শিবির নেতা” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং তথ্য বিকৃতির ঘৃণ্য চেষ্টা।
বাস্তব ঘটনা হলো- গত বৃহষ্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদরের জুমা মসজিদ এলাকায় ছোটকা চোর হিসেবে খ্যাত দু’জন ব্যক্তিকে স্থানীয় জনগণ হাতে-নাতে ধরে ফেলে। পরে স্থানীয়রা তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, আটককৃত ব্যক্তিরা আগে যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং বর্তমানে তারা বিভিন্ন সময় চুরি-ডাকাতি, ইয়াবা কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। কিন্তু “Chattala24” পেইজটি ঘটনাটিকে বিকৃত করে একটি বিশেষ সংগঠন ও নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা প্রচারণা চালিয়েছে। এটি সুস্পষ্টভাবে একটি অপপ্রচার ও ষড়যন্ত্র। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আমরা দৃঢ়ভাবে বলছি-
১. আটককৃতদের সঙ্গে ইসলামী ছাত্রশিবির বা এর কোনো নেতৃবৃন্দের কোনো সম্পর্ক নেই।
২. এই মিথ্যা প্রচার প্রকাশের মাধ্যমে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
৩. আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, এ ধরনের গুজব ও ভুয়া প্রচারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।
অতএব, আমরা Chattala24 কর্তৃপক্ষকে অবিলম্বে উক্ত ভুয়া সংবাদ ও ভিডিও প্রত্যাহার এবং এর জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে জনগণকে অনুরোধ করছি- অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য যাচাই করে অবস্থান নিতে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান প্রেরিত এক প্রতিবাদ পত্রে এ প্রতিবাদ জানানো হয়।