
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, আশঙ্কজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টা নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
0Shares




