আলীকদমে সেনাবাহিনীর শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত দুর্গম এলাকার জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আলীকদম সেনা জোনের আওতাধীন মেনদনপাড়া আর্মি ক্যাম্প হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে ছোটবেতী চাকনাও পাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব উপলক্ষে এই জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়।

আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি, এর নেতৃত্বে পাড়াবাসীর মাঝে শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় জোন কমান্ডার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ক্রাতপুং মো। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, কারবারি, পাড়াবাসী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ আনুমানিক ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা, উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানে স্থানীয় জনগণের মাঝে আলীকদম সেনা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে বলে স্থানীয়দের অভিমত।

0Shares