আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিফাত সরকার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ফুজাইরার দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয় পুলিশ। নিহত মোহাম্মদ রিফাত সরকার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামের মোহাম্মদ জয়নাল সরকারের ছেলে।

নিহত রিফাত সরকারের বন্ধু প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

ফুজাইরা পুলিশের জেনারেল কমান্ডের ট্রাফিক ও পেট্রোলস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার সালেহ মোহাম্মদ আবদুল্লাহ আল ধানানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দিব্বা এলাকায় রাস্তা পারাপারের সময় একজন আমিরাতি নাগরিকের চালিত গাড়ি রিফাত সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ অপারেশন রুম থেকে ট্রাফিক টহল দল ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ দিব্বা আল ফুজাইরা হাসপাতালে পাঠানো হয়।

দেশটির পুলিশ পথচারীদের নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, অননুমোদিত স্থান দিয়ে রাস্তা পারাপার প্রাণঘাতী ঝুঁকি বাড়ায়। তাই নির্ধরিত স্থান দিয়ে যেন রাস্তা পারাপার হয়।

0Shares