আমরা অবশ‌্যই বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতে নয়: বুলবুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান আবারও স্পষ্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ অবশ‌্যই বিশ্বকাপ খেলতে চায়, তবে আমরা ভারতে খেলতে চাই না। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, বর্তমান বাস্তবতায় নিরাপত্তা ও পরিবেশগত দিক বিবেচনায় শ্রীলঙ্কাই বাংলাদেশের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ভেন্যু। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) এ বিষয়ে একাধিকবার বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে।

তিনি বলেন, ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে ২০২৮ ও ৩২ এ। কিন্তু এখনো এমন আয়োজনের চেষ্টা করা হচ্ছে, যেখানে একটি জনবহুল ক্রিকেটপ্রেমী দেশ স্বচ্ছন্দ বোধ করছে না। এটা আয়োজক দেশের ব্যর্থতা।

আইপিএল প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, নিরাপত্তাজনিত কারণে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজ আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেননি। উদ্বেগ ছিল নিরাপত্তাজনিত কারণে, তাই আইপিএলের দিক থেকেই তাকে বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশের মতো বড় ক্রিকেটপ্রেমী দেশকে যদি কোনো আন্তর্জাতিক আসরে মিস করতে হয়, সেটি আয়োজকদের জন্যও নেতিবাচক বার্তা বহন করবে মন্তব‌্য করে বিসিবি সভাপতি বলেন, আমাদের মতো দেশকে যদি মিস করে, তাহলে সেটা কোনো বড় ক্রিকেটপ্রেমী দেশের জন্যই সম্মানের নয়। এমন জনবহুল ক্রিকেটপ্রেমী দেশ না গেলে হোস্টদের জন্য তা ব্যর্থতা হিসেবেই ধরা হবে।

0Shares