
কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশ থেকে তিনটি ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম ও পূর্ব দিক সাগরের অংশ থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করে সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, রবিবার সন্ধ্যার দিকে সেন্টমার্টিন পশ্চিম, পূর্ব সাগরে জেলেরা মাছ ধরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে বাংলাদেশি তিন নাগরিকের মালিকানাধীন সেন্টমার্টিন দ্বীপের ৩টি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করে নিয়ে গেছে।
তিনি বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। ট্রলার ৩টি সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রতি ট্রলারে ৬ জন করে জেলে ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, সাগর থেকে আবারও আরাকান আর্মি সদস্যরা জেলেদের আটকের বিষয়টি শুনেছি। মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক হতে হবে। এ ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে, আমরা খোঁজখবর নিচ্ছি।
উল্লেখ্য, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা ১১ মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর পর থেকে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ন্ত্রণে নেয় তারা। এতে ঘটছে অপহরণের ঘটনা। এই পরিস্থিতিতে প্রায় এক মাসে গত ১০টি ট্রলারের ৭৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।