অবৈধ অনুপ্রবেশের দায়ে লামায় ভারতীয় নাগরিক আটক

বান্দরবানের লামায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ এপ্রিল) রাতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক জনার্ধন বর্মণ (৪০) ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার উত্রাইল উপজেলার রেহাব বাজার এলাকার বাসুদেব বর্মণের ছেলে।

তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা’র’ এর এজেন্ট বলে ধারণা করছেন স্থানীয়রা।

লামা থানার এসআই আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লামা পৌরসাভার লাইনঝিরি এলাকায় এক যুবকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তিনি ভারতের নাগরিক বলে স্বীকার করেন। এ সময় বাংলাদেশে প্রবেশের জন্য তার কাছে বৈধ কোনো পাসপোর্ট বা কাগজপত্র না থাকায় পুলিশ বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আটক জনার্ধন বর্মণ হিন্দি ভাষায় কথা বলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে এসেছেন বলে জানান। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

0Shares