অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে: আনোয়ার আলম চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর ছিল না। এটা বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে দুঃশাসনের বিদায় ঘটেছে। ফ্যাসিবাদের পতন ঘটেছে। নতুন করে কেউ ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে তাকে সমুচিৎ জবাব দেয়া হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরোত্থান মেনে নেয়া হবে না।

তিনি বলেন, অভিশপ্ত খুনী ইহুদী চক্র ফিলিস্তিনের নিরপরাধ অসহায় মুসলমান জনগোষ্ঠীকে নির্বিচারে অমানবিকভাবে হত্যা করছে। আর বিশ্ববাসী এই নির্মম হত্যাকান্ড চেয়ে চেয়ে দেখছে। এটা মানবতার প্রতি চরম পরিহাস। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।

শুক্রবার (২১ মার্চ) জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আনোয়ারুল চৌধুরী বলেন, আল্লাহ রমাদান মাসে মানুষের হেদায়াতের জন্য কুরআন নাজিল করেছেন। মানুষকে মুত্তাকী বানানোর জন্য এই রমাদানে সিয়াম সাধনা ফরজ করেছেন। যাবতীয় পাপাচার, অনাচার, দুর্নীতি হতে বেঁচে থাকার জন্য তাকওয়ার বিকল্প নাই। জামায়াতে ইসলামী কুরআনের আলোকে তাকওয়াবান জনগোষ্ঠী গঠনের সংগ্রাম করছে।

এতে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল্লাহ, ডা. মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল মালেক প্রমূখ।

ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ জাবেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৬নম্বর ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ শহিদুল্লাহ।

0Shares