
কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান কেফায়েত উল্লাহকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এসময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে টেকনাফের হাজমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কেফায়েত উল্লাহ (২৭) বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুর হোছনের ছেলে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানান, টেকনাফের পাহাড় কেন্দ্রিক একাধিক অপহরণ ও সাগর পথে মানবপাচার চক্রের একটি প্রধান কেফায়েত উল্লাহ। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচার আইনে ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেফায়েত উল্লাহকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করে কেফায়েতকে আদালতে প্রেরণ করা হয়েছে।