সৌদিতেই মানসিক প্রশান্তি খুঁজে পাই: অহনা রহমান

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান।

সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরে ওমরাহ পালনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, যারা কখনো হজ বা ওমরাহ করেননি, তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন না। তবে আমার গুসবাম্পস হয়েছে।

তিনি জানান, মানসিক প্রশান্তির জন্য ভবিষ্যতে আবারো সৌদি আরবে যেতে চান। অহনার ভাষায়, আমি আবারো ওমরাহ করতে চাই। এবারও হয়ত যাব। কারণ আমার খুব ভালো লেগেছে।

অহনা আরো বলেন, আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।

ওমরাহ পালনের সময় তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অহনা। সেখানে কাবাঘরের সামনে দাঁড়িয়ে থাকা তার একটি ছবিও ছিল।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেন, আমার প্রিয় ২০২৪ সাল। তুমি আমাকে বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ, আবার অনেক কিছু কেড়েও নিয়েছ। তবে শেষের চমকটা ছিল আমার জন্য বিশাল এক সারপ্রাইজ। এই অনুভূতির কোনো তুলনা হয় না। এখন বুঝলাম, আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেন। বিশ্বাস ও ইমান আরও দৃঢ় হলো।

তিনি আরো লিখেন, আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম কিছু উপহার দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছে, কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও হয়েছে। তাই তোমার ওপর কোনো রাগ নেই, আল্লাহ।

0Shares