
সিরাজগঞ্জের তাড়াশে বোনের সঙ্গে পরকীয়া করার জেরে আয়নাল শেখ নামে এক যুবককে পাথর দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়নাল শেখ। তিনি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগারি গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন- একই গ্রামের বাহের আলীর দুই ছেলে জামিরুল ইসলাম (৩৫) ও নুর ইসলাম স্বপন (৩২)।
জানা যায়, বুধবার (০৩ ডিসেম্বর) প্রেমিকার বাড়ির দিকে যাচ্ছিলেন আয়নাল। এসময় বাহের আলী ও তার দুই ছেলে নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাহের আলী ও তার ছেলেরা মারধর করলে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে রেফার্ড করা হয়। পরদিন ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়নাল শেখ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম আয়নাল শেখের সঙ্গে বাহের আলীর মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জানার পর আয়নালকে বার বার নিষেধ করে বাহের আলীর পরিবার। এ ঘটনায় অভিযুক্ত বাহের আলীর দুই ছেলেকে আটক করা হয়েছে।




