
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠন এবং তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে সাতকানিয়া পৌরসভা যুবদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে সাতকানিয়া আলিয়া মাদ্রাসা মাঠে সাতকানিয়া পৌরসভার আহ্বায়ক এস এম জাহেদের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আনিসুর রহমান আনাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, সদস্য হাজী ছামাদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক উদ্দিন, যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন মোহাম্মদ জাহেদ, ছৈয়দ বাহাউদ্দিন ভুলু, মোহাম্মদ ইউনুস, সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর আবু, দক্ষিণ জেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুল করিম, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা এসএম নূরুল হক, সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোহাম্মদ জুবায়ের, ঢেমশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল উদ্দিন সিকদার, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ওসমান গণি শুভ, পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ মনসুর, ৬নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোহাম্মদ আবছার উদ্দিন।
প্রধান অতিথি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানিয়ে বলেন, যেসব দুষ্কৃতকারী ও মাদককারবারি রাজনৈতিক দলকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় তাদের প্রতিহত করতে হবে।