সাতকানিয়ায় হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা

চট্টগ্রামের সাতকানিয়ায় হযরত শাহ্ সুফী আবদুর রহমান ফকির (রা.) সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা’র হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা ও মেরাজুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছদাহা চারা বটতল সংলগ্ন মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার সভাপতি রিদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিরজুরী রহমানিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ আলমগীর হোসাইনের পরিচালনায় উদ্বোধনী বক্তব‌্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন সওদাগর।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইসমাইল সওদাগর, ছদাহা ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আহমদ কবির, বাংলাদেশ গাউছিয়া কমিটির সাতকানিয়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসেন, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) ইনস্টিটিউট’র অধ্যক্ষ আব্দুল খালেক, সমাজসেবক জাকের হোসেন সওদাগর, ইউছুফ চৌকিদার, ডা. মোরশেদ আলম চৌধুরী, ওসমান গনি, লোহাগাড়া হযরত শাহপীর (রহ.) মাজার পরিচালক রেজা উদ্দিন মনসুর, মোহাম্মদ ইসলামসহ গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।

এসময় বিদায়ী ছাত্রদের সনদ প্রদান, মেরাজুন্নবী (স.) উপলক্ষে মিলাদ, বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

0Shares