
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমি ও পরিবেশ রক্ষায় জনবহুল এলাকায় স্থাপিত ‘সোনার বাংলা’ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
রবিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার নলুয়া ইউনিয়নে নলুয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন- সোনার বাংলা নামের ইটভাটাটি দীর্ঘদিন ধরে ধোঁয়া ও বর্জ্য ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। ভাটার তাপ ও ধোঁয়ার কারণে ধান, সবজি, ফলের বাগানসহ ফসলি জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া ইট তৈরিতে ব্যবহৃত মাটি কাটার কারণে কৃষিজমি কমে ধ্বংস হয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, কোনো ধরণের অনুমতি বা ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপন ও পরিচালনা করা হচ্ছে।
এদিকে, ইটভাটাটি বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার কৃষি উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
মানববন্ধন থেকে ইটভাটা বন্ধ, পরিবেশ অধিদপ্তরের কঠোর নজরদারি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।




