সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জরুরি দায়িত্বশীল বৈঠক

শ্রমিক যোগাযোগ পক্ষ পালন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুকাবার (১১ এপ্রিল) সকালে কেরানীহাটস্থ উপজেলা কার্যালয়ে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব‌্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন বলেন- ২৫ সালের শ্রমিক যোগাযোগ পক্ষ বিশেষভাবে অর্থবহ। বিগত স্বৈরাচার আমলে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের উপর জুলুম নিষ্পেষণের কারণে গণমানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানো দুঃসাহসিক ও দুর্বিষহ ছিলো। স্বৈরাচারের পতন পরবর্তী অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ইসলামের অনুকূলে জনমত গঠনে শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বিশেষ ভূমিকা রাখবে।

তিনি বলেন- স্বৈরাচারমুক্ত বাংলাদেশে শ্রমজীবী মানুষের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে সেক্টরভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, প্রতিটি সেক্টর, পাড়া-মহল্লায় দাওয়াত পৌঁছাতে সকল সদস্য, কর্মী ও দায়িত্বশীলদের বিশেষভাবে ভূমিকা পালন করতে হবে।

দায়িত্বশীল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক।

উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিজান সিকদারসহ উপজেলার ইউনিয়ন-সেক্টরসহ শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।

0Shares