
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৬-জানুয়ারী) সকালে ঢেমশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত মোঃ চেয়ারম্যান আবু তাহের এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
এসময় ঢেমশা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত মোঃ চেয়ারম্যান আবু তাহের এর যৌথ উদ্যোগে ৩০০ জন অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




