
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে নিচে চাপা পড়ে মো. করিম (৪৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী।
নিহত মো. করিম চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দ্রুতগতির মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে উল্টে যায়। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাইওয়ে থানা পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মতিন বলেন, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। বাসটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।