
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন-৯৯ এর ২য় বর্ষপুর্তি উপলক্ষে সংগঠনের সদস্যদের পুনর্মিলন এবং সদর ইউনিয়নে দাখিল ও এসএসসি উত্তির্ণ শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্ব ও ফ্রেন্ডস এসোসিয়েশন ৯৯ এর সভাপতি মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নুরুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রেন্ডস সার্কেল-৯৩ এর সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা শিব্বির আহমেদ, বারদোনা আল আমিন মহিলা মাদ্রাসার সুপার মাওলানা কপিল উদ্দীন, বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমল কান্তি বড়ুয়া, মাস্টার আনন্দ মোহন ধর, উপদেষ্টা মোঃ মহিউদ্দিন খোকন ও ব্যবসায়ী শব্বির আহমদ প্রমুখ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের সভাপতি মাস্টার মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর, অর্থ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, উপদেষ্ঠা আসিষ দেব নাথ, যুগ্ন সম্পাদক মো আক্তার কামাল, মো জিয়াবুল হক, মোহাম্মদ আলমগীর, মো রফিকুল কাদের, মো হারুনুর রশিদ, আবদুর রশিদ, মোহাম্মদ সাহেদ প্রমুখ।
এসময় ফ্রেন্ডস এসোসিয়েশন-৯৯ এর সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলে।
অনুষ্ঠানে সাতকানিয়া সদর ইউনিয়নের স্কুল-মাদ্রাসা থেকে দাখিল ও এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে উত্তির্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।