সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম‌্যমান আদালত

চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

ভ্রাম‌্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

ভ্রাম‌্যমান আদালত সূত্রে জানা যায়, পাহাড় কাটার খবর পেয়ে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার KB3 ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় সরেজমিনে পাহাড় কর্তনের অভিযোগের সত্যতা পায় ভ্রাম‌্যমান আদালত। ইটভাটার মালিকের সম্মতিতে পাহাড় কাটা হচ্ছে বলে নিশ্চিত করেন ম্যানেজার অধির চৌধুরী।

পরে ম্যানেজার অধির চৌধুরীকে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান এবং ব্রিক ফিল্ডের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মইনুদ্দীন ফয়সালকে নির্দেশনা দেয় ভ্রাম‌্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

0Shares