সাতকানিয়ায় জুলাই যোদ্ধাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের বলেছেন- রক্তস্নাত জুলাই বিপ্লবকে কোন চাঁদাবাজ, খুনী, সন্ত্রাসবাদের কাছে হারতে দেওয়া যাবে না। নতুন কোন ফ‌্যাসিবাদকে বাংলার জমিনে সহ‌্য করা হবেনা। যেকোন ত‌্যাগের বিনিময়ে জামায়াতে ইসলামী সাম‌্য-মৈত্রীর বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ।

শনিবার (১২ জুলাই) সকালে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী উদ‌্যোগে স্থানীয় একটি হলরুমে আয়োজিত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব‌্যে এ কথা বলেন।

এডভোকেট আবু নাছের বলেন, জুলাই বিপ্লবে আহত ও নিহতদের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। নতুন বাংলাদেশে নতুন করে কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবকে সফলতার চুড়ান্ত মানজিলে পৌছাতে সবাইকে অতন্দ্র প্রহরীর ভুমিকা রাখতে হবে।

এসময় তিনি সম্প্রতি ঘটে যাওয়া চাঁদার জন্য নির্মমভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হামিদ উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শুরা সদস্য এম ওয়াজেদ আলী, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম প্রমুখ।

0Shares