
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশে চাকরি করা ছেলের প্রভাব খাটিয়ে অন্যের জায়গা দখলচেষ্টার অভিযোগ উঠেছে মো. মহসিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বিষয়টি সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা বারবার উদ্যোগ নিলেও মহসিনের অসহযোগিতার কারণে তা প্রতিবারই ব্যর্থ হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ, সাতকানিয়া বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বাজালিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের কমিরা পাড়ার মমতাজ চৌধুরীর স্ত্রী ভুক্তভোগি জোসনা বেগম।
অভিযুক্ত মো. মহসিন ওই এলাকার আজিজ কেরানীর ছেলে। অন্য অভিযুক্তরা হলেন মহসিনের স্ত্রী রুজিনা আকতার, ছেলে মো. হাসান ও মো. রুবেলের স্ত্রী ইয়াসমিন আকতার।
অভিযোগ সূত্রে জানা যায়, জোসনা বেগমের সন্তান সোহেল চৌধুরী ও কামরুন্নাহার লিজার ক্রয়কৃত জায়গাটি নিজ বসতভিটার পাশে হওয়ার সুযোগে জায়গাটি বারবার দখলের চেষ্টা চালিয়ে আসছে মহসিন। এবিষয়ে জোসনা বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি ইউপি সদস্যদের মাধ্যমে সমাধানের জন্য ইউপি সচিবকে নিদের্শ দেন। ইউপি সচিব অন্তত ৫জন ইউপি সদস্যকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্তদের অসহযোগিতার ফলে তা সম্ভব হয়নি।
জোসনা বেগম জানান, পুলিশে চাকরিরত মহসিনের ছেলে মো. রুবেল হুমকি-ধামকি দিচ্ছে। আমরা জায়গা হারানোর ভয়ের পাশাপাশি জীবনের নিরাপত্তাহীনতায় আছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুদ্দীন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।