সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

অনুদান বিতরণকালে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক সংগঠনও। জনগণের দুঃসময়েই পাশে দাঁড়ানো আমাদের ঐতিহ্য। নাগরিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরো বলেন, দেশের যেকোন প্রান্তে মানবিক বিপর্যয়ে জামায়াতে ইসলামীই সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিপদগ্রস্থ মানুষের সহযোগিতাকে জামায়াতে ইসলামী নিজের দায়িত্ব বলেই মনে করে। লৌক্তিা নয়, এটা আমাদের জবাবদিহিমূলক রাজনীতিরই অংশ।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আপনারা জামায়াতে ইসলামীর পাশে থাকুন। জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে আপনারা নিজের একান্ত আপনজন হিসেবে কাছে পাবেন।

এসময় অন‌্যান‌্যদের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সেক্রেটারি ফারুক হোসাইন, সাবেক সভাপতি ডা. জাফর উল্লাহ এবং ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় নেতৃবৃন্দ।

0Shares