সাংবাদিক আহমেদ মুসার মায়ের মৃত‌্যুতে এসআরইউ’র শোকবার্তা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান ও দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আহমেদ মুসার শ্রদ্ধেয়া আম্মাজান সায়েরা বেগমের মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবার্তা দিয়েছে সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটি- এসআরইউ।

সোমবার (১৯ জানুয়ারী) সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটি- এসআরইউ’র সভাপতি মোঃ আরিফুর রহমান আফজালী ও সেক্রেটারী অধ‌্যক্ষ হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ যৌথ স্বাক্ষরিত শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা সায়েরা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি একজন দ্বীনদার মহিলা ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন। আমীন।

প্রসঙ্গত, রবিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন সায়েরা বেগম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১০ টায় বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশ শরফ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0Shares