শহীদ জাহাঙ্গীর আলম সবুজ এর শাহাদাত বার্ষিকী পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ১১১ তম শহীদ ও সাতকানিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি শহীদ জাহাঙ্গীর আলম সবুজ এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা।

রবিবার (০৬ এপ্রিল) সাতকানিয়া সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ‌্যোগে শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথি বলেন- নম্র-ভদ্র ও সজ্জন ব্যক্তি জাহাঙ্গীর আলম সবুজকে কলেজের তৎকালীন অধ্যক্ষের কক্ষ থেকে নিয়ে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম ভাবে শহীদ করে। শহীদের খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ বদরুল হক।

ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ সভাপতি হারুনুর রশীদ আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ জাহাঙ্গীর আলম সবুজের ছোট ভাই মুহাম্মদ ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন- ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব আলী, জেলা সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিন, জেলা দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, জামায়াতের সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ ও  পৌরসভার সাবেক আমীর এম ওয়াজেদ আলী প্রমুখ।

0Shares