লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোকান কর্মচারী সম্মেলন

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে কর্মচারী বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বটতলীর বদিউর রহমান মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বটতলী শহর দোকান কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি এম, রফিক দিদার, সহ-সভাপতি আবদুল আলম আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মৌলানা মুনির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সামিউদ্দিন, মহিউদ্দিন আল-আজাদ প্রমুখ।

0Shares