লোহাগাড়ায় মোস্তাক আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের সহায়তা প্রদান

চট্টগ্রামের লোহাগাড়ায় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে শীত বস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে সাবেক সংসদ সদস‌্য মোস্তাক আহমেদ চৌধুরী ফাউন্ডেশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ এটিএম জাহেদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা নেতা এম আবদুর রহিম।

বিশেষ অতিথি ছিলেন- জিসাস চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম, জিয়াউর রহমান কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিশান।

এসময় বিভিন্ন রাজনৈতিক ব‌্যক্তিত্ব, সামাজিক গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের  প্রধান অতিথি এটিএম জাহেদ বলেন, আমার পিতা মরহুম মোস্তাক আহমেদ চৌধুরী একজন আদর্শিক রাজনৈতিক ব‌্যক্তিত্ব ছিলেন। তিনি সারাজীবন মানুষের কল‌্যাণে রাজনীতি করে গেছে। সমাজ সেবায় বিশেষ অবদান রেখে গেছেন। সমাজের অবহেলিত দরিদ্র মানুষের সুখে- দুঃখে পাশে থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করতেন।

তিনি বলেন, আমার বাবার রেখে যাওয়া কাজগুলো অব্যহত রাখতে গঠন করা হয়েছে মোস্তাক আহমেদ চৌধুরী ফাউন্ডেশন নামের এই মানবিক ফাউন্ডেশন। ইতিমধ্যে বিভিন্ন অসহায় পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র, হুইল চেয়ার সহ অনেক কিছু বিতরণ করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে।

0Shares