
বান্দরবানের লামায় গ্লোবাল এইড ফর সাসটেনেইবল ডেভলপমেন্ট (জিএসডি) সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন ও ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) লামা প্রেসক্লাব মিলনায়াতনে সংগঠনটির উদ্যোগে এ সেলাই মেশিন ও ইফতার বিতরণ করা হয়।
জিএএসডির চেয়ারম্যান অধ্যাপক ড. মহিব উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল-বিএনপি’র লামা উপজেলা সভাপতি আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমীর কাজী ইব্রাহিম।
উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, রিপোর্টাস ক্লাব সভাপতি মো তৈয়ব আলীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ।
প্রসঙ্গত, জিএসডি হচ্ছে স্কলারশীপ নিয়ে আমেরিকা পড়তে যাওয়া শিক্ষার্থীদের সমন্নয়ে গঠিত একটি সংগঠন। এই সংগঠনের লক্ষ্য হল সমাজের হত-দরিদ্রদের স্বাবলম্বী করে তোলা। সে লক্ষে এই সংগঠন প্রতি বছর রমজান মাসে বিভিন্ন জেলা ও উপজেলায় সেলাইমেশিন, রিক্সা, ভ্যান, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকে।
আলোচনা শেষে উপজেলার ১১ জন হত-দরিদ্রের মাঝে ১১ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে গত বছর ১০টি ও এর আগের বছর ১০টি সেলাই মেশিন এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়।