রায়পুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টা পর্যন্ত উত্তর চর বংশী ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, জামায়াতে ইসলামীর উপজেলা আমির নাজমুল হুদা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, শিক্ষক, ইমাম, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ কৃষকরা।

সভায় ইউএনও মোঃ ইমরান খান বলেন, “কেউ যদি জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, আইন নিজের হাতে তুলে নেয়-তাহলে প্রশাসন তা কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষকে কেউ যেন ভয়ভীতি বা হয়রানির মধ্যে না ফেলতে পারে, সে বিষয়েও প্রশাসন সদা প্রস্তুত। যদি কেউ জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে, আমরা তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা ভয় পাবেন না-যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি আমাকে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

রায়পুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত বলেন, “মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা টহল অব্যাহত থাকবে।”

0Shares